রাজধানীর উত্তরায় রুমমেটের ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টর এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ডালিম। তিনি উত্তরার বেঙ্গল অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, কথা-কাটাকাটির জেরে ফল কাটার ছুরি দিয়ে ডালিমের পিঠে, হাতে আঘাত করেন রুমমেট মনসুর বিল্লাল। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডালিমের মৃত্যু হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান মো. ইলিয়াস জানান, ডালিমের রুমমেট বিল্লাল বেকার ছিলেন। এ নিয়ে বিল্লালকে সবসময় খোঁচা দিতেন ডালিম। গত রাতেও বিল্লালকে খোঁচা দেন তার রুমমেট। এতে ক্ষিপ্ত হয়ে ডালিমকে ছুরিকাঘাত করেন তিনি।
ওসি আরও জানান, ছুরিকাঘাতের ঘটনায় শুরুতে হত্যাচেষ্টার মামলা হয়েছিল। পরে ভুক্তভোগীর মৃত্যু হয়, সেটি হত্যা মামলা হয়ে গেছে।
হামলাকারী মনসুর বিল্লাল পুলিশের হেফাজতে আছে। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।