চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি বিচ এলাকায় লাইটারেজ জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ তিন নাবিক-ক্রুর মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
চট্টগ্রামের সীতাকুন্ড থানার ভাটিয়ারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সুয়াখাল থেকে মঙ্গলবার দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ নিয়ে দুই জনের মরদেহ উদ্ধার হলো। নিখোঁজ রয়েছেন আরও দুই জন।
নিউজবাংলাকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ একরাম উল্লাহ জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহটি এমভি টিংকু-১৪ জাহাজের গ্রীজার ম্যান নুরুল আফছার লাভলু। ৩৮ বছর বয়সী আফছারের গ্রামের বাড়ি মিরসরাইয়ের ভূঁইয়া গ্রামে।
তিনি বলেন, ‘সীতাকুন্ড উপকূলে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে সকাল থেকে একটি বোট নিয়ে নুরুল আফছার পরিবারের সদস্যরা তার মরদেহ খুঁজছিল। দুপুর ১টার দিকে সুয়াখালে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পায় তারা। পরে পরিবারের সদস্যরা মরদেহ চিহ্নিত করে জানায় এটি নুরুল আফছারের মরদেহ।’
সুরতহাল শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পরিদর্শক।
গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের সিমেন্টবাহী লাইটারেজ জাহাজটি অন্য একটি বাল্ক হেডের ধাক্কার ডুবে যায়। জাহাজে ১৩ জন নাবিক-ক্রু ছিলেন। এ ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ পর্যন্ত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুই জন।