বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক রাতে ১১ গরু চুরি

  •    
  • ২২ মার্চ, ২০২২ ১৬:৪০

ফুলবাড়ীয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে, চোরদের শনাক্ত করে ধরার চেষ্টা চলছে।’

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় একই গ্রামের পাঁচ কৃষকের গোয়ালঘর থেকে ১১টি গরু চুরি হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে ওই কৃষক পরিবারগুলো।

উপজেলার চকরাধাকানাই গ্রামের ১১ মাইল এলাকায় মঙ্গলবার ভোররাতে ওই চুরির ঘটনাটি ঘটে।

১১টি গরুর মধ্যে কৃষক আব্দুল মজিদের ৩টি, তার ছেলে রফিকুলের ২টি, প্রতিবেশী আশরাফ আলীর ২টি, লাল মিয়ার ২টি ও গিয়াস উদ্দিনের ২টি।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে ফুলবাড়ীয়া থানার এসআই জ্যোতিষ চন্দ্র দেব বলেন, ‘সোমবার রাত ১২টার দিকেও গরুগুলো গোয়ালঘরে ছিল। কিন্তু ভোর পাঁচটার দিকে কৃষক আব্দুল মজিদ দেখেন তার তিনটি গরু নেই। পরে তার ডাক-চিৎকারে আশপাশের মানুষ জড়ো হলে অন্য কৃষকরাও গোয়ালঘরে গিয়ে দেখেন তাদের গরু চুরি হয়েছে।’

কৃষক আব্দুল মজিদ নিউজবাংলাকে বলেন, ‘আমার তিনটি গরুর মধ্যে দুটি গাভি ছিল। চুরি হওয়া ১১টি গরুর বর্তমান বাজারমূল্য ১২ লাখ টাকা হবে। আমাদের চরম ক্ষতি হয়ে গেল। আর গরু কেনার মতো টাকা না থাকায় হতাশায় পড়েছি।’

এ অবস্থায় ওই গ্রামের অন্য কৃষকের মাঝেও গরু চুরির আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে, চোরদের শনাক্ত করে ধরার চেষ্টা চলছে।’

এর আগে গত ৭ মার্চ রাতে উপজেলার সন্তোষপুর রাবার বাগান এলাকার কৃষক ইনছান আলীর গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়েছিল।

এ বিভাগের আরো খবর