আর্থিক অনিয়ম, দুর্নীতি, করপোরেশ ও জনস্বার্থ বিরোধী কাজের অভিযোগের দায়ে চাকরিচ্যুত হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-১০-এর রেভিনিউ সুপারভাইজার আব্বাছ আলী।
সোমবার মেয়র আতিকুল ইসলামের সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আব্বাছ আলীর মূল পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অতিরিক্ত হিসেবে রেভিনিউ সুপারভাইজারে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
অফিস আদেশে বলা হয়, গ্রাহককে অনৈতিক সুবিধা দেয়া ও নিজে লাভবান হওয়ার বিষয়টি গণমাধ্যমের ভিডিও ফুটেজে স্বীকার করেছেন আব্বাছ আলী। এ প্রসঙ্গে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-১০ এর কাছে তার দাখিলকৃত মৌখিক ও লিখিত বক্তব্য সন্তোষজনক হয়নি।
অফিস আদেশে বলা হয়েছে, তিনি বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি এবং করপোরেশন ও জনস্বার্থবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন। তার এসব কাজ করপোরেশনের সেবা, সুনাম ও রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাই ডিএনসিসির কর্মচারী বিধিমালা অনুসারে তাকে চাকরি হতে অপসারণ করা হয়েছে বলে জানানো হয়েছে আদেশে।
বিধি অনুযায়ী তিন মাসের বেতন পাবেন আব্বাছ। সেই অর্থ বুঝে নিতে তাকে করপোরেশনের হিসাব বিভাগে যোগাযোগের নির্দেশ দেয়া হয়েছে।