বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিরিয়ানি বিতরণ নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক খুন

  •    
  • ২০ মার্চ, ২০২২ ২২:৪৪

ইউপি সদস্য হারুনুর রশীদ বলেন, ‘শুক্রবার পবিত্র শবে বরাতের রাতে মসজিদে তাবারক হিসেবে বিরিয়ানির ব্যবস্থা করা হয়। রাতে নামাজ ও দোয়া শেষে তবারক বিতরণের সময় কয়েকজন যুবকের বাগবিতণ্ডা হয়। এর জেরে রোববার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম মাঝিগাছা এলাকায় সংঘর্ষ হয়।’

শবে বরাতের রাতে মসজিদে বিরিয়ানি বিতরণ নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা এলাকায় রোববার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মাসুক মিয়া। তার বয়স ২৮ বছর। তিনি মাঝিগাছা এলাকার বাসিন্দা।

চিকিৎসাধীন একই এলাকার নাছির উদ্দীন ও ওহিদ মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশীদ। বলেন, ‘শুক্রবার পবিত্র শবে বরাতের রাতে মসজিদে তাবারক হিসেবে বিরিয়ানি ব্যবস্থা করা হয়। রাতে নামাজ ও দোয়া শেষে তবারক বিতরণের সময় কয়েকজন যুবকের বাগবিতণ্ডা হয়।

‘এর জেরে রোববার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম মাঝিগাছা এলাকায় সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে তিনজন আহত হন। আহতদের কুমিল্লা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।’

ঘটনাস্থল থেকে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, ‘আমরা ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করছি। তবে কেউ মুখ খুলছে না।’

এ বিভাগের আরো খবর