বগুড়ার শেরপুরে বাড়ির পাশের পুকুর থেকে ২ বছরের শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার সুঘাট ইউনিয়নের দড়িহাসড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম সনি হোসেন। সে সান্তনা বেগম ও আব্দুর মোমিনের একমাত্র ছেলে। তবে এই দম্পতির বিয়েবিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গে সনি তার নানাবাড়ি দড়িহাসড়া গ্রামে থাকত।
শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে ওসি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির বাইরে খেলছিল সনি। দুপুর ১২টার দিকে তাকে না কোথাও না পেয়ে সবাই খুঁজতে বের হয়। এক সময় পাশের পুকুরে তাকে ভাসতে দেখে।
তাকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।