নাটোরে লালপুরে বাড়ির পাশের ডোবা থেকে ৪ বছর বয়সী মেয়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার সাধুপাড়া গ্রামের একটি আমবাগানের ডোবায় মঙ্গলবার দুপুরে মরদেহটি পাওয়া যায়।
নিহত ইশা খাতুন ওই গ্রামের আনসার সদস্য ইলিয়াস হোসেনে একমাত্র সন্তান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে তিনি জানান, মঙ্গলবার সকালে বাড়ির বাইরে খেলতে যায় ইশা। দুপুর হয়ে গেলেও ফিরে না আসায় তাকে খুঁজতে বের হন পরিবারের লোকজন। তখন তারাই বাড়ির পাশের আমবাগানে পানিশূন্য ডোবায় বস্তা পরে থাকতে দেখে।
সন্দেহ হওয়ায় বস্তা খুলে তারা ইশার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
ওসি আরও জানান, সুরতহালে দেখা গেছে শিশুটির গলায় দাগ ও নাকে রক্তের ছোপ আছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে ইশাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।