ময়মনসিংহের নান্দাইলে মাজারে গান শোনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের মাজার বাসস্ট্যান্ড এলাকায় রোববার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
১৭ বছর বয়সী নিহত সজিব মিয়ার বাড়ি ওই ইউনিয়নের দত্তপুর গ্রামে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শাহগুরুন বুড়া পিরের (র.) মাজারে ওরসের গান শোনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। রাত ১টার দিকে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষ কিশোররা সজিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা সজিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে সোমবার সকালে দুই কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সজিবের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।’