বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উন্মুক্ত লাইব্রেরিতে নগদের উপহার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ মার্চ, ২০২২ ১৯:০৭

নগদের এমডি তানভীর এ মিশুক বলেন, ‘উন্মুক্ত লাইব্রেরির মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। এই ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে সাহায্য করবে। নগদ সব সময় এমন উদ্যোগের পাশে থাকবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্থাপন করা উন্মুক্ত লাইব্রেরিতে বই উপহার দিয়েছে ডিজিটাল অর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। উপহারের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসসংবলিত বই।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মূল প্রবেশপথে এ উন্মুক্ত লাইব্রেরিতে রোববার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানেই নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুকের পক্ষে চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সুলায়মান সুখন ও হেড অব পাবলিক কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম উন্মুক্ত লাইব্রেরিতে বই হস্তান্তর করেন।

উপহারের মধ্যে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ সহ মুক্তিযুদ্ধের ওপর লেখা বেশকিছু বই।

নগদের এমডি তানভীর এ মিশুকের ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ গ্রন্থটিও আছে উপহারের তালিকায়।

তিনি বলেন, ‘উন্মুক্ত লাইব্রেরির মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। এই ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে জ্ঞানচর্চার আগ্রহ সত্যিকার অর্থে বাড়াতে সাহায্য করবে। নগদ সব সময় এমন উদ্যোগের পাশে থাকবে।’

বিনা মূল্যে বই পড়ার সুযোগ তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের বিপরীতে উন্মুক্ত লাইব্রেরি স্থাপন করা হয়েছে। সেখানকার নোংরা-আবর্জনা পরিষ্কার করে লাইব্রেরি স্থাপনের বিশেষ এ উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তানবির হাসান সৈকত।

নিজস্ব অর্থায়নে উন্মুক্ত লাইব্রেরির এ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়। রুচিশীল উদ্যোগটি সচেতন মহলের প্রশংসা কুড়ায়। এই লাইব্রেরিতে ইচ্ছে হলেই বসে বিনা মূল্যে বই পড়া যায়, আবার ইচ্ছে হলে পাঠকদের জন্য বই রেখে আসা যায়।

এ বিভাগের আরো খবর