মেহেরপুরে গাংনীতে মাদক মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতে রোববার দুপুর ২টার দিকে আসামির উপস্থিতিতে এই রায় দেন বিচারক ওয়ালিউল ইসলাম।
আসামি হলেন গাংনীর আড়পাড়া গ্রামের সোহেল রানা।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) পল্লব ভট্টাচার্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সূত্রে পাওয়া খবরে ২০২০ সালের ৫ এপ্রিল মেহেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মেজবাহুর রহমানের নেতৃত্বে একটি দল উপজেলার হিন্দা বিলপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে আটক করা হয় সোহেলকে। তার কাছে পাওয়া যায় ৫০ গ্রাম হেরোইন।
ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক খন্দকার শাহ আলম ২০২০ সালের ২৬ মে আদালতে অভিযোগপত্র দেন।
পিপি পল্লব জানান, মামলায় ৮ সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। এরপর দেয়া হয়েছে এই রায়।