বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২২ কোটি টিকায় ব্যয় ৪০ হাজার কোটি টাকা

  •    
  • ১১ মার্চ, ২০২২ ২২:৫৭

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা ক্রয় ও দেয়ায় প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করেছে সরকার। আমাদের দেশের মানুষ টিকা নিয়ে সুরক্ষা পেয়েছেন। টিকা নিয়েও অনেক সমালোচনা হয়েছে।’

দেশে এ পর্যন্ত করোনার ২২ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। এতে প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পুনর্মিলনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘গত এক সপ্তাহে আমরা ১ কোটি ২০ লাখ টিকা দিতে সক্ষম হয়েছি; যা পৃথিবীর কোনো দেশ এক দিনে পারেনি। এ পর্যন্ত আমরা ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। এর মধ্যে কিছু টিকা ক্রয় করেছি, আর কিছু পেয়েছি ডব্লিউএইচও থেকে।’

তিনি বলেন, ‘টিকা ক্রয় ও দেয়ায় প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করেছে সরকার। আমাদের দেশের মানুষ টিকা নিয়ে সুরক্ষা পেয়েছেন। টিকা নিয়েও অনেক সমালোচনা হয়েছে।

‘সরকার বিনা মূল্যে টিকা দিয়ে গেছে। এই পর্যায়ে আমরা কাজ করেছি। পৃথিবীতে যে কয়টি দেশ টিকা দিয়েছে, বাংলাদেশ তার মধ্যে অষ্টম স্থানে আছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ফ্রান্স বা স্পেনের সঙ্গে তুলনা করলে আমরা ভালো আছি। করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে, জিডিপি ঠিক আছে। করোনা নিয়ন্ত্রণে বলেই উন্নয়ন অব্যাহত আছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনর্মিলনী উদযাপন কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক খাঁন তুষার।

উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক মোল্লা, পৌর মেয়র রমজান আলীসহ অনেকে।

এ বিভাগের আরো খবর