বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পোস্তগোলা ব্রিজে পিকআপ ভ্যানের ধাক্কায় তরুণ নিহত

  •    
  • ৭ মার্চ, ২০২২ ১৮:১৪

নিহতের বন্ধু জহির উদ্দিন বলেন, ‘আমার বন্ধু মোটরসাইকেল চালিয়ে মাওয়া হাইওয়ে ধরে যাচ্ছিল। পথে পোস্তগোলা ব্রিজের মাঝামাঝি স্থানে মোটরসাইকেলকে একটি পিকআপ ভ্যান জোরে ধাক্কা দেয়। পরে সে রাস্তার মধ্যে ছিটকে পড়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়।’

রাজধানীর পোস্তগোলা ব্রিজে পিকআপ ভ্যানের ধাক্কায় সজীব মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

১৯ বয়সী ওই তরুণ পোস্তগোলার রাজাবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু জহির উদ্দিন বলেন, ‘আমার বন্ধু মোটরসাইকেল চালিয়ে মাওয়া হাইওয়ে ধরে যাচ্ছিল। পথে পোস্তগোলা ব্রিজের মাঝামাঝি স্থানে মোটরসাইকেলকে একটি পিকআপ ভ্যান জোরে ধাক্কা দেয়। পরে সে রাস্তার মধ্যে ছিটকে পড়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়।’

তিনি জানান, নিহত সজীব তিন ভাইয়ের দ্বিতীয় ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর