চুয়াডাঙ্গার দর্শনায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন।
দর্শনার পুরাতন বাজারের কাছে শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত ২টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক আবু সিদ্দিককে মৃত ঘোষণা করেন।
৫০ বছর বয়সী নিহত সিদ্দিকের বাড়ি দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মাঝেরপাড়ায়। তিনি কেরু অ্যান্ড কোম্পানির নিরাপত্তাকর্মী ছিলেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবীর নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ আল মামুন নিউজবাংলাকে বলেন, ‘রাতে জরুরি কাজে বাবা মোটরসাইকেলে গ্রামের বাড়ি কুড়ুলগাছি যাচ্ছিলেন। একসময় জানতে পারি, তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন।
ওসি কবীর জানান, বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হন সিদ্দিক। ৯৯৯-এ কল পেয়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল কাদের বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই সিদ্দিকের মৃত্যু হয়েছে।’
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।