রংপুর মহানগরীর কুটিরপাড়া এলাকা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ শামীম আহমেদ নামে এক ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে র্যাব-১৩। এ সময় নগদ ১৮ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
র্যাব কর্মকর্তা মাহমুদ বশির আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কুটিপাড়া গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে অবৈধভাবে জাল টাকা প্রস্তুত ও সরবরাহকারী শামীম আহমেদকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা ও মোবাইল জব্দ করা হয়।
‘এ ছাড়া জাল টাকা তৈরির প্রিন্টার, ল্যাপটপ, মাউস, কীবোর্ড, বার্নিশ পাউডার, স্ট্যাপলার মেশিন, হেয়ার স্ট্রেটনার, র্যাপিং পেপার, আয়রন মেশিন, স্ট্যাম্প প্যাড, অবৈধ সিল, সিরিজ, কাঁচি, আইকা গাম, ট্রেসিং পেপারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।’
মাহমুদ বশির আহমেদ বলেন, ‘শামীমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। তার সঙ্গে অন্য যারা জড়িত আছে তাদেরও আটকের বিষয়ে আমরা কাজ করছি।’