ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেয়া তথ্য মতে, তার বসত বাড়ির পাশের তেঁতুল গাছের ঝোঁপ থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
খুলনার পাইকগাছায় ডাকাতি, চুরিসহ একাধিক মামলার আসামি জীবন সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার মৌখালী গ্রাম থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান।
জীবন সরদার আন্তঃজেলা ডাকাত দলের সরদার বলে জানান ওসি। তার নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ ১১টি মামলা আছে। এর মধ্যে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও আছে।
ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
তার দেয়া তথ্য মতে, তার বসত বাড়ির পাশের তেঁতুল গাছের ঝোঁপ থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।