ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই পিন্টু কুমার চৌধুরী আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামির পক্ষে আইনজীবী আরিফুল ইসলাম জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আব্দুর রব এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে মিরপুর-১১ নম্বর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে রফিকুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে ৭৫টি ইয়াবা ও ১১ পুরিয়া (প্রায় সাড়ে ৫ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় এস আই জহির উদ্দিন মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওইসব মাদক বিক্রির উদ্দেশ্যে রুবেল সেখানে একটি মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলেন। এই তথ্য পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।