বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি পালন করবে সংগঠনটি।
১৯৬৯ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা, সমমর্যাদা প্রদান ও নারীদের উন্নয়নে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।
নানা কর্মসূচির মাধ্যমে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে মহিলা লীগ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে সংগঠনটি। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে থেকে একটি আনন্দ র্যালি করবে মহিলা লীগ।
এসব কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে মহিলা লীগের নেতা-কর্মীদের অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সংগঠনটির বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছেন সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।