ঢাকার ধামরাইয়ে সাবেক রাষ্ট্রদূতের বাসায় ডাকাতির অভিযোগ উঠেছে।
উপজেলার কুশুরা ইউনিয়নের বৈন্যা গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ‘ভুক্তভোগী’ সোহরাব হোসেন।
তিনি বলেন, পরিবারের সদস্য ও নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা লুট করেছে পাঁচ ভরি স্বর্ণ, নগদ ৩ লাখ টাকা, মোবাইল ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক।
সোহরাব হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ঢাকা-২০ আসনের সংসদ সদস্য (এমপি) বেনজির আহমেদের ভাই।
এমপি বেনজির আহমেদের ব্যক্তিগত সহকারী বিল্লাল হোসেন নিউজবাংলাকে জানান, সোহরাব হোসেন ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিবারের বরাতে ধামরাই থানার ওসি বলেন, ‘রাত ৩টার দিকে সোহরাব হোসেনের বাড়িতে হাফপ্যান্ট পরা মুখোশধারী ৮-১০ জনের ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাতরা বাড়ির দোতলায় গিয়ে স্ত্রীসহ সোহরাব হোসেনকে ডাক দেয়। দরজা খুললে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে চাবি ছিনিয়ে নেয়।
‘এরপর বাড়ির নিরাপত্তারক্ষী নজরুল ও রাব্বানীকেও বেঁধে ফেলে। পরে চারটি কক্ষে ঢুকে আলমারি, ওয়্যারড্রব খুলে কাপড়চোপড় তছনছ করে। এ সময় ডাকাতরা প্রায় পাঁচ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা লুট করে। এ ছাড়া মোবাইল ফোনসেট ও বাড়িটির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও লুট করে নেয়।’
সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন নিউজবাংলাকে বলেন, ‘ডাকাতরা চাপাতি, লোহার রড ও চাকু দেখিয়ে জিম্মি করে ঘরের চাবি নিয়ে নেয়। তারপর চারটি কক্ষের সব লুট করে। এ সময় তারা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায়। পরে ৯৯৯-এ কল দিলে ভোরের দিকে ওসি আমার বাড়ি পরিদর্শন করেন। তবে ডাকাতরা কীভাবে বাড়িতে ঢুকল, সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না।’
ওসি আতিকুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’