বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩২২ নাম প্রকাশ সার্চ কমিটির

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ২০:১৪

এর আগেও দুটি নির্বাচন কমিশন সার্চ কমিটি গঠন করে করা হয়েছিল। এই কমিটি রাষ্ট্রপতিকে নাম সুপারিশ করার পর ২০১২ সালে কাজী রকিবউদ্দিন আহমেদ ও ২০১৭ সালে কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়। সে সময় সার্চ কমিটির কাছে জমা পড়া কোনো নাম প্রকাশ করা না হলেও গত শনিবার বিশিষ্টজনরা সার্চ কমিটিকে এবার জমা পড়া নাম প্রকাশ করার প্রস্তাব দেন। পরের দিন কমিটির সাচিবিক দায়িত্ব পালন করা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, তারা জমা পড়া নাম প্রকাশ করবেন।

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে জমা পড়া ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

যাদের নাম জমা পড়েছে তাদের মধ্যে আছেন সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, সাবেক সেনা কর্মকর্তা, শিক্ষাবিদ, নিরাপত্তা বিশ্লেষক।

তত্ত্বাবধায়ক সরকারের তিন জন উপদেষ্টা, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা এম সাখাওয়াত হোসাইন ও ছহুল হোসাইনের নামও আছে এতে। আছে সেনাবাহিনীর সাবেক এক প্রধানের নামও।

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে নাম প্রস্তাব করতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কাছে নাম চেয়েছিল সার্চ কমিটি। এমনকি ব্যক্তিগতভাবেও নাম পাঠানোর সুযোগ ছিল।

গত ১১ ফেব্রুয়ারি পর্যন্ত নাম পাঠানোর সুযোগ ছিল। পরে দুই দিন বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় উঠে আসা পরামর্শের ভিত্তিতে সোমবার বিকেল ৫টা পর্যন্ত আবার নাম পাঠানোর সুযোগ দেয় হয়।

তবে যে কারণে এই বাড়তি সময় দেয়া হয়, সেটি সফল হয়নি। বিএনপি বর্ধিত সময়েও কোনো নাম প্রস্তাব করেনি।

এর আগেও দুটি নির্বাচন কমিশন সার্চ কমিটি গঠন করে করা হয়েছিল। এই কমিটি রাষ্ট্রপতিকে নাম সুপারিশ করার পর ২০১২ সালে কাজী রকিবউদ্দিন আহমেদ ও ২০১৭ সালে কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন করা হয়।

সে সময় সার্চ কমিটির কাছে জমা পড়া কোনো নাম প্রকাশ করা না হলেও গত শনিবার বিশিষ্টজনরা সার্চ কমিটিকে এবার জমা পড়া নাম প্রকাশ করার প্রস্তাব দেন। পরের দিন কমিটির সাচিবিক দায়িত্ব পালন করা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, তারা জমা পড়া নাম প্রকাশ করবেন।

সার্চ কমিটি ১০টি নাম বাছাই করে রাষ্ট্রপতিকে দেবে। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে এই কাজ শেষ করতে চায় তারা।

তবে যেসব নাম জমা পড়েছে, তার মধ্য থেকেই যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে, এই বিষয়টি নিশ্চিত নয়।

এবার যে নির্বাচন কমিশন আসবে, সেটিই আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করবে। তবে বিএনপি এবার নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ফিরে যাওয়ায় জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না, এ নিয়ে আবার অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আপিল বিভাগ অসাংবিধানিক ঘোষণার পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নির্বাচিত সরকারের অধীনে ভোটের ব্যবস্থা ফিরিয়ে আনে আওয়ামী লীগ। তবে এর প্রতিবাদে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন ও প্রতিহতের ডাক দিয়ে আন্দোলনে নামে বিএনপি।

ব্যাপক প্রাণহানি ও সহিংস সেই ভোটের পর ২০১৮ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট অংশ নেয় দলীয় সরকারের অধীনেই। তবে সেই নির্বাচনে আগের রাতেই ভোট হয়ে গেছে- এমন একটি অভিযোগ তোলে তারা। এ কারণে দলীয় সরকারের অধীনে ভোটে যেতে চাইছে না তারা।

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা একটি মীমাংসিত ইস্যু। শক্তিশালী নির্বাচন কমিশন করতে এবার নির্বাচন কমিশন আইনও করা হয়েছে। আর এই আইনের আলোকেই গঠন করা হয়েছে সার্চ কমিটি।

এ বিভাগের আরো খবর