বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভূমি সেবায় ‘সময় ক্ষেপন ও বিড়ম্বনার’ শিকার হচ্ছেন গ্রাহকরা

  • মো. ফায়েজুল কবীর, মাদারীপুর প্রতিনিধি   
  • ২৩ আগস্ট, ২০২৫ ২০:৪১

মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড ফাতেমাতুজ্জোহরা গত ৩০/৪/'২৫ তারিখে বদলী হয়ে অন্যত্র চলে গেলে তদস্থলে অদ্যাবধি কোনো এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) পোষ্টিং না পাওয়ায় ভূমি সেবা নিতে আসা গ্রাহকরা অনেকাংশেই সময় ক্ষেপন ও বিড়ম্বনার শিকার হচ্ছেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব তার নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে বর্তমানে সেখানে এসিল্যান্ডের দায়িত্বও পালন করছেন। কবে নাগাদ এসিল্যান্ড যোগদান করবেন- এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি জানান- সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত আদেশেই আমি আমার নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এসি ল্যান্ডের দায়িত্বও পালন করছি।

তিনি বলেন, একজন ইউএনও এর নিজেরই অনেক কাজের পরিধি রয়েছে, ডিসি অফিসের বিভিন্ন মাসিক-সাপ্তাহিক মিটিং, সভা-সেমিনার এর পাশাপাশি মাঠ পর্যায়েও অনেক কাজ করতে হয়। সেটা করার পাশাপাশি একটু কষ্ট হলেও ভূমি অফিসের দৈনন্দিন কাজগুলোও স্বাভাবিকভাবে করে যাচ্ছি। এক্ষেত্রে জটিল কাজের মধ্যে রয়েছে ভূমি মিউটেশন সেবা, ধীরগতিতে হলেও সেটাও আমরা করে যাচ্ছি। তিনি আরো জানান এসিল্যান্ড পোষ্টিং এর ব্যাপারে ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা হয়েছে, তিনি জানিয়েছেন শীঘ্রই একজন এসিল্যান্ড সেখানে পদায়িত হবেন।

এদিকে ভূমি সেবা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন গ্রাহকের সাথে সরেজমিনে কথা বললে তারা জানান, আমরা অনেক সময় এসিল্যান্ড অফিসে ঘন্টার পরে ঘন্টা বসে থাকি ইউএনও এর অপেক্ষায়। তারা আরো বলেন, আমরা যখন ভূমি সংক্রান্ত কাজে আসি তখন দেখা যায় ইউএনও মহোদয় তার নিজ দায়িত্বের ফিল্ডের কোনো কাজে গেছেন, অথবা ডিসি অফিসের মিটিং বা অন্য কোনো সরকারী প্রোগ্রামে অন্যত্র রয়েছেন- তখন আমরা যারা দূর-দূরান্ত থেকে আসি তখন আমাদের তার জন্য অপেক্ষা করে বসে থাকতে হয়- যা নির্দিষ্ট কোনো এসিল্যান্ড থাকলে আমাদের সে বিড়ম্বনার শিকার হতে হতো না। এ ব্যাপারে তারা অতি দ্রুত একজন এসিল্যান্ড পোষ্টিং দেয়ার জন্য মাদারীপুর জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানিয়েছেন।

এ বিভাগের আরো খবর