রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মারা যাওয়া রাশিয়ার পাঁচ নাগরিকের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে ঢাকায় রাশিয়ার দূতাবাস।
এক বিবৃতিতে দূতাবাস জানায়, ২৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পাঁচ রুশ নাগরিক মারা গেছেন। তাদের মরদেহ রাশিয়ায় পাঠানো হবে।
বিবৃতিতে বলা হয়, ‘মারা যাওয়া নাগরিকদের মরদেহ মেডিক্যাল পরীক্ষাধীন। তথ্য-উপাত্ত অনুযায়ী এসব নাগরিকের মৃত্যু সহিংসতা বা কর্মক্ষেত্রে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনায় হয়নি। তাদের মরদেহ রাশিয়া পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।’
বিবৃতিতে রাশিয়ার দূতাবাস মৃত রুশ নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
দূতাবাস আরও জানায়, বাংলাদেশের পুলিশ ও মারা যাওয়া রুশ নাগরিকদের আত্মীয়স্বজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে নিয়োগদাতা সংস্থাগুলো। রাশিয়ানদের লাশ স্বদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে।
পাবনার ঈশ্বরদীতে ৬ ফেব্রুয়ারি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক রুশ নাগরিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে ৪ ফেব্রুয়ারি রাতে দুই রুশ নাগরিকের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন সিঁড়ি থেকে পড়ে এবং অপরজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এ ছাড়া ২ ফেব্রুয়ারি ঘুমের মধ্যে মারা যান শাকিরভ আলেক্সেই নামে আরেক রুশ নাগরিক।
২৮ জানুয়ারি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বারচেনকো আলেক্সেইয়ের।