সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরদিন প্রতিপক্ষের হামলার সময় কবরস্থানে আশ্রয় নিয়েছিলেন সাতকানিয়ার কাঞ্চনার নির্বাচিত চেয়ারম্যান রমজান আলী। এতে তিনি প্রাণে বাঁচলেও আহত হন তার দুই সহযোগী।
এ ঘটনায় সাতকানিয়া থানায় ৯ জনকে আসামি করে বুধবার রাতে মামলা করেছেন তিনি। মামলায় প্রধান আসামি করা হয়েছে কাঞ্চনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ফরহাদ উদ্দিনকে।
এদিকে ঘটনার দিন আটক ফরহাদকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।তিনি বলেন, ‘কাঞ্চনার ঘটনায় চেয়ারম্যান রমজান আলী ৯ জনকে আসামি করে বুধবার রাতে মামলাটি করেন। এ মামলায় এখন পর্যন্ত ফরহাদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।’