বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামালপুরে দুই গ্রুপের দ্বন্দ্বে সড়কের সংস্কার কাজ বন্ধ

  • জামালপুর প্রতিনিধি   
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৪৮

জামালপুরের দেওয়ানগঞ্জে দুই পক্ষের জমি নিয়ে বিরোধের জেরে ৯ মাস ধরে বন্ধ কাঠার বিল সানন্দবাড়ি সড়কের লংকারচর সকাল বাজার অংশের ৭০ মিটার সড়ক সংস্কার কাজ। সড়কটি কাঠার বিল থেকে সানন্দবাড়ী হয়ে রাজীবপুর রৌমারী যাতায়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়ছেন এ সড়কে পথচারীরা। এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার চায়।

জানা গেছে, কাঠারবিল-সানন্দবাড়ি সড়কের সংস্কার কাজের দায়িত্ব পায় ‘মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ’ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সড়কটির সংস্কার কাজ শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। এলজিইডির ম্যাপ অনুযায়ী সড়কটির সকাল বাজারের অংশে কিছুটা বাঁকা রয়েছে। ওই বাঁকা অংশের জমি নিয়ে স্থানীয় হাসান মাহমুদ ও আমানতদের মধ্যে বিবাদ চলে আসছে। সে কারণে সড়কটির পূর্বের ম্যাপ অনুযায়ী ওই স্থানে কাজ করতে গেলে হাসান মাহমুদের লোকজন বাঁধা দেয়। ফলে বন্ধ হয়ে যায় সড়কটির সংস্কার কাজ। হাসান মাহমুদ গ্রুপের দাবি সড়কটি পূর্বে থেকে যে দিক দিয়ে গেছে সেই গতি পথ পাল্টিয়ে সোজা করতে। যা এলজিইডির নকশায় নেই এবং নকশার বিকল্প গতিপথ খোঁজা সম্পূর্ণ বিআইনি। আমানত গ্রুপের দাবি, এলজিইডি নকশা অনুযায়ী সড়কটি মেরামত হওয়া উচিত। এতে স্থানীয় কোনো পক্ষ বাঁধা দিলে তা সম্পূর্ণ বেআইনী হবে। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার কাজ দীর্ঘ দিন বন্ধ থাকায় বিপাকে পড়ছেন পথচারীসহ এলাকার।

সরেজমিন দেখা যায়, কিছুটা বাঁকানো সড়কের ওপর ঘর তোলা হয়েছে। পরিবর্তে জোর পূর্বক অন্যের জমি দিয়ে করা হয়েছে সড়ক। সে সড়কে চলাচল করছে মানুষ ও যানবাহন। গত কয়েকদিনের বৃষ্টিতে সড়কটি কাদায় ভরে আছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রায়। তাতে ভোগান্তি নিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে।

লংকারচর গ্রামের হায়দার আলী বলেন, লংকারচর সকাল বাজারের জমির মালিকানা নিয়ে হাসান গ্রুপ ও আমানত গ্রুপের মধ্যে দ্বন্দ দীর্ঘ দিনের। হাসান মাহমুদ গ্রুপের দাবি সড়কটির গতি পথ পাল্টিয়ে ব্যক্তিমালিকানা জমির ওপর দিনে নেওয়া। আমানত গ্রুপের দাবি সড়কটি পূর্বের ম্যাপ অনুযায়ী রেখে সংস্কার করা। হঠাৎ ম্যাপ পালিয়ে সড়কটি সোজা করা সম্পূর্ণ বেআইনী বলে মনে করছেন আমানত গ্রুপ। এটি বিধি লংঘনের মতো অপরাধও।

লংকারচরের হযরত আলীর ভাষ্য, সকাল বাজারের ওই অংশের সংস্কার কাজ নিয়ে ইতোমধ্যে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে কয়েকবার। মীমাংসার জন্য স্থানীয় পর্যায়ে কয়েক বার শালিস-বৈঠক হয়েছে। এমনকি প্রশাসনের মধ্যস্থতায়ও বিরোধের মীমাংসা হয়নি। বিরোধের বিষয়টি দ্রুত মিমাংসা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবার শঙ্কা রয়েছে বলে তিনি মনে করছেন। অন্যদিকে সড়কটির ওই স্থান চলাচলের খুব অনুপোযোগী হয়ে দাঁড়িয়েছে। দ্রুত বিরোধ নিস্পত্তি করে সড়কটি সংস্কার করা প্রয়োজন।

আমানত আলী বলেন, সকাল বাজারের বাঁকানো রাস্তাটি বহু পুরাতন। হাসান মাহমুদের পক্ষ পেশি শক্তি দেখিয়ে ওই রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। আগের রাস্তায় ঘর তুলে সংস্কারে প্রতিবন্ধকতা তৈরি করেছে। তারা নতুন করে যে সোজা রাস্তা করতে বলছে সেটা কবরস্থানের ওপর দিয়ে যাবে। এ ব্যাপারে আদালতে মামলা করা হয়েছিল। ইতোমধ্যে আদালত আগের রাস্তায় অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন। এলাকাবাসীদের দাবি, দ্রুত সড়কটি আগের স্থানে হোক।

হাসান মাহমুদ বলেন, আগের বাঁকানো রাস্তাটি সোজা করা হলে কয়েকটি পরিবারের দ্বন্দ্ব নিরসন হয়। দুই সীমানার মাঝ বরাবর রাস্তা সোজা করলে আর কোন বিরোধ থাকবে না। আমরা চাই সড়কটির গতিপথ সোজা করে সংস্কার করা হোক।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মঞ্জু হোসেন জানান, এলজিইডির নির্দেশেই রাস্তার কাজটি শুরু করা হয়েছিল। বাঁধার মুখে সড়ক সংস্কার কাজ করা যায়নি। একপক্ষ বলছে আগের সড়কটি সংস্কার করতে, অন্যপক্ষ বলছে সড়কটি নতুন করে সোজা করতে হবে। এ নিয়ে সৃষ্ট দ্বন্দে দীর্ঘদিন ধরে সড়কের সংস্কার কাজ স্থগিত থাকায় আর্থিক ক্ষতি হচ্ছে ঠিকাদারের।

এলজিইডির দেওয়ানগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জয়নাল আবেদীন বলেন, লংকারচর সকাল বাজারের সড়কের সংস্কার কাজে বাঁধা আসায় কাজটি বন্ধ রয়েছে। দুই পক্ষ দুই রকম দাবি করছে। তাদের দাবি মেনে কাজ করা সম্ভব নয়। মূলত ম্যাপ অনুযায়ী সড়ক সংস্কার কাজ করতে হবে। সে অনুযায়ী বাজেট করা হয়েছে। বিষয়টি মিমাংসার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চলছে। দুই পক্ষের সাথেই কথা বলা হয়েছে। এতে বরাদ্দ রয়েছে কেবল রাস্তা সংস্কারের। সে মোতাবেক আগের বাঁকানো সড়ক মেরামত করতে পারবে এলজিইডি। নতুন সড়ক নির্মাণের বরাদ্দ নেই।

এ বিভাগের আরো খবর