সুযোগ পেলে ‘আওয়ামী লীগের’ বিচার করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর কাগমারী সম্মেলন দিবস উপলক্ষে আলোচনা সভায় এ ঘোষণা দেন তিনি।
গুমের অভিযোগ নিয়ে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এক বক্তব্যের সমালোচনা করে নুরুল হক বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব কিছুদিন আগে কী বললেন! যারা গুম হয়েছেন তাদের ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়ে গেছে। তার মানে তারা জানেন যে কারা এদেরক গুম করেছে।
‘পররাষ্ট্রমন্ত্রীকে বলব। যেহেতু আপনি বলেছেন, আপনি জানেন, তাহলে তাদের পরিচয় প্রকাশ করা হোক। আর আপনার এই কথার কারণে আমরা যদি সুযোগ পাই, আইনের দড়ি লাগিয়ে কারাগারে আপনাদের (আওয়ামী লীগ) বিচার করব।’
দেশে বর্তমানে সংকট চলছে উল্লেখ করে ডাসকুর এই সাবেক ভিপি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, ‘জীবন সায়াহ্নে অন্তত দেশের পরিবর্তনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর ভূমিকা পালন করা উচিত।’
নূর বলেন, ‘আমরা চাই, দেশে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হোক। আমরা চাই আওয়ামী লীগও দেশে রাজনীতি করুক। তবে তাদের চরিত্রের পরিবর্তন ঘটিয়ে।
‘আজকে দুর্বৃত্তরা হলো আওয়ামী লীগের হর্তাকর্তা। এ জন্য আওয়ামী লীগ গণমানুষের দল থেকে একটা দুর্বৃত্তের দলে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘নাগরিক সমাজের ঐক্যমতের ভিত্তিতে যদি একটা জাতীয় সরকার হয়, সেটা কত দিন কত বছর হবে, সেটা সবাই মিলে ঠিক করবে। তাহলে এদেশের রাজনীতিতে একটি পরিবর্তন আসতে পারে। ’
৫ ফেব্রুারি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাজধানীর একটি হোটেলে এক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নে বলেন, ‘জাতিসংঘের কোনো কোনো প্রতিষ্ঠান গুমের তালিকায় যে লোকজনের নাম দিয়েছিল, তাদের অনেকের ভূমধ্যসাগরে সলিলসমাধি হয়েছে।
‘মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আসল কারণ নয়। বাংলাদেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাই অনেক দেশ গুমের প্রসঙ্গটি সামনে এনে চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায়।’
ওই প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নুর বলেন, ‘ভেবেছেন পার পেয়ে যাবেন।পার পাবেন না। আজকে পররাষ্ট্রমন্ত্রী আছেন। কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পরিণতি চিন্তা করুন। সুতরাং পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যদি মনে করেন মানুষ খুন করে ভূমধ্যসাগরে সলিল সমাধি ঘটিয়ে পার পাবেন, সেটা হতে দেওয়া হবে না।’
দেশকে বাঁচাতে জনগণের রাস্তায় নামা ছাড়া উপায় নেই মন্তব্য করে নুর বলেন, ‘সার্চ কমিটি, নির্বাচন কমিশন নিয়ে এই যে সরকারের প্রজেক্ট, তাতে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমাদের যে এক দফা দাবি, এ সরকারকে পদত্যাগ করতে হবে। জাতীয় সরকার গঠন করে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমাদের যেতে হবে।’