কক্সবাজারের রামু বাইপাস থেকে ৮০ কেজি গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিলসহ চার যুবককে আটক করা হয়েছে। এ সময় পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস এলাকা থেকে বুধবার রাত সাড়ে ৪টার দিকে তাদের আটক করে র্যাব।
কক্সবাজার র্যাব-১৫-এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন কামরুল ইসলাম, ওয়াসিম আকরাম, অহিদুল মিয়া ও নাঈম হাসান। তাদের সবার বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রামের বিভিন্ন এলাকায়।
এএসপি আব্দুল্লাহ জানান, বাইপাস এলাকায় অস্থায়ী একটি চেকপোস্টে চট্টগ্রামের দিক থেকে আসা একটি প্রাইভেট কার থামানো হয়। প্রাইভেট কারে চার যুবক ছিলেন। তাদের সঙ্গে দুটি বড় বস্তা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, বস্তাগুলোর মধ্যে ৮০ কেজি গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিল আছে, যা কক্সবাজার শহরের এক মাদক ব্যবসায়ীর কাছে নিয়ে যাচ্ছিলেন তারা।
বস্তাভর্তি এসব গাঁজা, ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত প্রাইভেট কারটিও।
র্যাবের এ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হবে।