চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্য পদে নির্বাচিত দুজনের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনের বিষয়ে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেবে না। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনি আপিল বোর্ডকেই দিতে হবে।
সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে বিজয়ী চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচনি আপিল বোর্ডে আবেদন করেন সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া নিপুণ।
আপিল বোর্ড এ বিষয়ে দিকনির্দেশনা চেয়ে চিঠি দিয়েছিল সমাজকল্যাণ মন্ত্রণালয়ে। চলচ্চিত্র শিল্পী সমিতি একটি অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত।
চিঠির উত্তরে মন্ত্রণালয় জানিয়েছে, অভিযোগ ও কাগজপত্র বিবেচনা করে দেখা গেছে এ বিষয়ে আলাদা দিকনির্দেশনার কোনো প্রয়োজন নেই।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিবন্ধনকারী কর্তৃপক্ষের অনুমোদিত গঠনতন্ত্র এবং এর আলোকে গঠিত নির্বাচন কমিশনের অনুমোদিত ও জারিকৃত নির্বাচনি আচরণ বিধিমতে পরিচালিত হয়েছে। অনুমোদিত আচরণ বিধিমতে ওই প্রার্থীদ্বয়ের বিষয়ে চূড়ান্ত নির্দেশনা প্রদানের জন্য নির্বাচনি আপিল বোর্ড চূড়ান্ত ক্ষমতাপ্রাপ্ত।
এ বিষয়ে আপিল কমিটির প্রধান সোহানুর রহমান সোহানের সঙ্গে বুধবার রাত ৮টার দিকে এফডিসিতে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।