চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৩০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সব বিভাগ ও ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
আকবর হোছাইন নিউজবাংলাকে বলেন, ‘১৭ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করে ২২ তারিখ থেকে তাদের ক্লাস শুরু করে দেয়া হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটে ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য আবেদন করেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী।