নওগাঁর পোরশা উপজেলা থেকে বিভিন্ন সময়ে চুরি যাওয়া পাঁচটি বাইসাইকেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার নিতপুর পশ্চিম রঘুনাথপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। আটক যুবকের নাম মোস্তাক হোসেন। তিনি উপজেলার রঘুনাথপুর গ্রামের ফরুজ উদ্দিনের ছেলে।
পুলিশের অভিযোগ, মোস্তাক বাইসাইকেল চোরচক্রের একজন সক্রিয় সদস্য। এ ছাড়া চোরাই সাইকেল অল্প দামে কিনতেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে নিতপুরের পশ্চিম রঘুনাথপুর এলাকায় মোস্তাকের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল।
পোরশা থানার ওসি শফিউল আজম খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরচক্রের সঙ্গে মোস্তাকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় থানায় চুরির মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হবে।