বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ঝকঝকে হয়েছে রাজধানীর আকাশ। গায়ে শীত বশ করা সোয়েটার কিংবা মোটা চাদর পরার দরকারও বোধ করেননি অনেকে। অন্যদিকে কুয়াশার দাপট দেখা গেছে উত্তরাঞ্চলীয় বিভাগ রংপুর, রাজশাহীতে।
ছুটির দিন শুক্রবার দেশের দুই প্রান্তের এমন পরিস্থিতির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক নিউজবাংলাকে জানান, ঢাকায় রৌদ্রোজ্জ্বল আকাশ আরও কয়েক দিন থাকতে পারে। এ দিনগুলোতে বৃষ্টির শঙ্কাও কম।
তিনি জানান, দেশের বেশির ভাগ জায়গার আকাশ পরিষ্কার, তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, গোপালগঞ্জ, যশোর, কুষ্টিয়া, মৌলভীবাজারসহ কয়েকটি জায়গায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.১ ডিগ্রি সেলসিয়াস ধারণ করা হয় কুড়িগ্রামের রাজারহাটে।
২৪ ঘণ্টার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চতাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এতে আরও বলা হয়, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।