জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেস ক্লাবের নির্বাচন আগামী ২৪ জানুয়ারি।
বৃহস্পতিবার সাধারণ সভা শেষে সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম সাদেক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জবি প্রেস ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ২৪ জানুয়ারি নতুন কমিটি গঠন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
নির্বাচনের তারিখ ঘোষণার দিনই বিকেলে ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়ন ফরম বিতরণ করা হয়। মনোনয়ন ফরম পূরণের শেষ সময় ২২ জানুয়ারি দুপুর ১২টা। ওই দিনই বিকাল ৪টায় প্রার্থিতা যাচাই ও প্রকাশ করা হবে।
২৪ জানুয়ারি সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায় ৪০৪ নম্বর কক্ষে ভোটগ্রহণ হবে। একই দিন বেলা সাড়ে ৩টায় ভোটের ফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপু বলেন, ‘আমরা সব সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটাধিকারের পক্ষে। আশা করি একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে গতিশীল নেতৃত্ব নির্বাচিত হয়ে এই সংগঠনকে এগিয়ে নেবে।’