চারতলা ভবনের ছাদের টবে পানি দিতে গিয়ে পা পিছলে নীচে পড়ে যান গৃহবধূ মাকসুদা বেগম। পরে হাসপাতালে মৃত্যু হয় মধ্যবয়সী এ নারীর।
চার তলার ছাদের টবে পানি দিতে গিয়ে পা পিছলে নীচে পড়ে যান গৃহবধূ মাকসুদা বেগম। পরে হাসপাতালে মৃত্যু হয় মধ্যবয়সী এ নারীর।
ঘটনাটি রাজধানীর পল্টন চামেলীবাগের। মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাকসুদা বেগমের ভাগ্নি মাহিম সরকার বলেন, ‘খালা গাছে পানি দিতে চার তলার ছাদে গিয়েছিলেন। তিনি পা পিছলে নিচে পড়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মাকসুদার মরদেহ মর্গে রাখা আছে। আইনী প্রক্রিয়ার পর মরদেহ স্বজনদের কাছে দেয়া হবে।