চিরবিদায় নিলেন কলকাতার নাট্য দুনিয়ার প্রথম সারির অভিনেত্রী, মঞ্চদুনিয়ার দিকপাল শাঁওলি মিত্র। ৭৪ বছর বয়সে রোববার দুপুরে ভারতের কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শম্ভু-তৃপ্তি মিত্রের কন্যা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। খবরটি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম।
দুপুরে সিরিটি মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ ইচ্ছায় শাঁওলি বলেছিলেন, তার মৃত্যুর খবর যেন দাহকার্যের পর জানানো হয় সবাইকে। সেটাই করা হয়েছে।
বাবা শম্ভু মিত্রের মতোই মৃত্যুর পরবর্তী নিয়ম বিধি প্রকাশ করে গেছেন তিনি। ফুলের ভারে তার দেহ যেন সেজে না ওঠে এমনই নির্দেশ ছিল তার।
প্রয়াত পরিচালক ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছিনেমায় ‘বঙ্গবালা’র চরিত্রে দেখা গিয়েছিল শাঁওলিকে। অভিনয় করেছেন ‘বিতত বীতংস’, ‘ডাকঘর’, ‘পুতুলখেলা’, ‘একটি রাজনৈতিক হত্যা’র মতো একাধিক কালজয়ী নাটকে।
অভিনয় সুবাদেই শাঁওলি মিত্র ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হয়েছেন। এ ছাড়াও পেয়েছেন সঙ্গীত-নাটক আকাদেমি (২০০৩) ও বঙ্গ-বিভূষণ (২০১২) পদক। ২০১১ সালে রবীন্দ্র সার্ধ্বশত জন্মবর্ষ উদযাপন কমিটির চেয়ারপারসন ছিলেন তিনি।