নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী’র (এনডিডি) স্বাস্থ্য বিমা পরিকল্পটিকে ‘বঙ্গবন্ধু প্রতিবন্ধী সুরক্ষা বিমা’ নামকরণ করতে চায় বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
এ সংক্রান্ত একটি চিঠি ১৩ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ও সব বিমা কোম্পানির মুখ্য নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘আগামী ১ মার্চ ২০২২ জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের স্বাস্থ্য বিমা পরিকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‘এ অবস্থায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বিমা খাতের উন্নয়নে অনবদ্য অবদানকে চিরস্মরণীয় করে রাখার জন্য এবং মুজিববর্ষের আইডিআরএ গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীর (এনডিডি) স্বাস্থ্য বিমা পরিকল্পটিকে ‘বঙ্গবন্ধু প্রতিবন্ধী সুরক্ষা বিমা’ নামকরণের জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আইডিআরএ সিদ্ধান্তের বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে অবগতির জন্য চিঠি দেয়া হয়েছে।
জাতিসংঘ ২০০৬ সালের ডিসেম্বরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ ঘোষণা করে। বাংলাদেশ সরকার ওই সনদে স্বাক্ষর ও অনুসমর্থন করে।
এর পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা অনুসারে সেবা প্রদানে কার্যকর পদক্ষেপ নিয়েছে। ২০১৩ সালে স্নায়ুবিকাশ জনিত প্রতিবন্ধীদের সার্বিক জীবনমান উন্নয়নে ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩’ প্রণয়নের মাধ্যমে ট্রাস্ট স্থাপনের পর ২০১৪ সালে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ড নামে একটি বোর্ড গঠন করে।
নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ট্রাস্ট বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। বর্তমানে এই ট্রাস্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অধ্যাপক মো. গোলাম রব্বানী।