বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সর্বোত্তম’ নির্বাচন দেখলেন মাহবুব তালুকদার

  •    
  • ১৬ জানুয়ারি, ২০২২ ১৭:৪৮

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি। বিগত ৫ বছরে যতগুলো সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সবশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সর্বোত্তম। নির্বাচনসংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পর তার দেখা এটি সর্বোত্তম নির্বাচন।

ভোটের সার্বিক পরিস্থিতি দেখে এসে রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নির্বাচন কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন মাহবুব তালুকদার।

ব্রিফিংয়ে ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে আমার কথা’ শিরোনামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন মাহবুব তালুকদার।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচন। এটি ছিল আমার অনেক প্রত্যাশার স্থান। কারণ আমি ইতিপূর্বে বলেছি যার শেষ ভালো, তার সব ভালো। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আমি চারটি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেছি।

‘এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি। বিগত ৫ বছরে যতগুলো সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও সবশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সর্বোত্তম। নির্বাচনসংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।’

এর আগে দুপুরে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে ভোটের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন মাহবুব তালুকদার। জানান, বিদায়লগ্নে ভালো একটি নির্বাচন দেখতে নারায়ণগঞ্জে এসেছেন তিনি।

এই ইসি কমিশনার বলেন, ‘ভোট যত বেশি কাস্ট হবে, আমি তত বেশি খুশি হব। আমাদের বিদায়লগ্নে আমি একটা ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি এখানে এসেছি।’

লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার জানান, সংবাদমাধ্যমে তিনি জানতে পেরেছেন নির্বাচন চলাকালে শামীম ওসমান আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে কোনো চিঠি না দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন এই ইসি কমিশনার।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে আমি কিছুটা বিস্মিত । একজন মাননীয় সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছেন। কিন্তু আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে কোনো চিঠি পর্যন্ত দেয়া হয়নি। বরং বলা হয়েছে , তিনি আচরণবিধি লঙ্ঘন করলেও শাস্তিযোগ্য অপরাধ করেননি। আচরণবিধি ভঙ্গ করলে শাস্তিযোগ্য অপরাধ কিংবা শাস্তিহীন অপরাধের বিভাজন কোথায় আছে?’

মাহবুব তালুকদার বলেন, ‘পত্রিকামতে নারায়ণগঞ্জে নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে কিছুসংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও এ সম্পর্কে কোনো সংখ্যা জানা যায়নি। নির্বাচন কমিশন সচিবালয়ে এসব বিষয়ে কোনো তথ্য নেই। এমনকি, অন্যান্য নির্বাচনকালে সহিংসতায় নিহতদের কোনো তথ্য নেই।

‘আমরা এক সময়ে তফসিল ঘোষণা থেকে নির্বাচন পর্যন্ত নির্বাচনসংশ্লিষ্ট, বিশেষত পোলিং এজেন্টদের কাউকে গ্রেপ্তার করতে বারণ করেছি। তবে ফৌজদারি মামলা বা তাৎক্ষণিক আমলযোগ্য অপরাধ হলে ভিন্ন কথা। আমি নিজে সব সময় গায়েবি মামলার বিরোধিতা করেছি। নির্বাচনকালে গায়েবি মামলার হিড়িক পড়ে যায় কেন, তা এক প্রশ্ন। এই নির্বাচনকালেও পুরোনো মামলায় আটক অব্যাহত রয়েছে, যা দুঃখজনক।’

এ বিভাগের আরো খবর