ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা বলেন, ‘মেয়র মহোদয়ের শুক্রবার দেশের বাইরে যাওয়ার কথা ছিল। তাই করোনা টেস্ট করিয়েছিলেন। আজ রিপোর্ট আসার পর দেখা গেল তিনি পজিটিভ। তবে এখনও তার কোনো উপসর্গ নেই।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ তার শরীরে করোনার উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।
তিনি বলেন, ‘মেয়র মহোদয়ের শুক্রবার দেশের বাইরে যাওয়ার কথা ছিল। তাই করোনা টেস্ট করিয়েছিলেন। আজ রিপোর্ট আসার পর দেখা গেল তিনি পজিটিভ। তবে এখনও তার কোনো উপসর্গ নেই।’
করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পর তাপস নিজ বাসায় আইসোলেশনে আছেন বলেও জানান ডিএসসিসির ওই কর্মকর্তা। তিনি বলেন, দ্রুত সুস্থতায় সবার দোয়া চেয়েছেন মেয়র।