বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন রপ্তানি নীতির খসড়ায় সায়

  •    
  • ১২ জানুয়ারি, ২০২২ ১৪:৫২

নতুন রপ্তানি নীতিতে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে ‘মেইড ইন বাংলাদেশ’ ধারণাকে আরও উদ্বুদ্ধকরণের কথা বলা হয়েছে। এ ছাড়া রপ্তানি আয় বাড়াতে তৈরি পোশাকশিল্পকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।

বিশ্ব পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে তিন বছর মেয়াদি (২০২১-২০২৪) নতুন রপ্তানি নীতির খসড়ায় অনুমোদন দিয়েছে সরকার।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

খসড়ায় রপ্তানির লক্ষ্যমাত্রা ৬০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৮০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়।

এতে রপ্তানিমুখী সব খাতকে একই ধরনের সুবিধা দেয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে পণ্য ও সেবা খাতের বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

নতুন রপ্তানি নীতিতে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে ‘মেইড ইন বাংলাদেশ’ ধারণাকে আরও উদ্বুদ্ধকরণের কথা বলা হয়েছে। এ ছাড়া রপ্তানি আয় বাড়াতে তৈরি পোশাকশিল্পকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত রপ্তানি নীতিতে আটটি অধ্যায় থেকে বাড়িয়ে নয়টি অধ্যায় করা হয়েছে। এতে অগ্রাধিকারমূলক ও সম্ভাবনাময় কিছু পণ্য ও সেবা খাতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে রপ্তানি বাণিজ্য কীভাবে সম্প্রসারণ করা যায়, তা উল্লেখ করা হয়েছে রপ্তানি নীতিতে।

এ নিয়ে অর্থমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকৌশল প্রণয়নের কথা বলা হয়েছে খসড়ায়। এ ছাড়া নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের রপ্তানিতে সম্পৃক্ততা বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি ব্যবসা-বিনিয়োগ সহজীকরণের ওপর জোর দেয়া হয়েছে।

নতুন রপ্তানি নীতি কার্যকর হলে দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

এ বিভাগের আরো খবর