ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলার সময় গাছের গুঁড়ি ছিটকে পড়ে সাজেদা খাতুন নামের এক গৃহবধূ নিহত হন।
এ ঘটনায় নিহতের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেয়াসহ পরিবারটিকে একটি দুগ্ধদানকারী গাভী দিয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জিওসি মেজর জেনারেল শহিদুল হক গাভিটি পরিবারের হাতে তুলে দেন। নিহতের দুই সন্তানের লেখাপাড়ার দায়িত্ব সেনাবাহিনীর বলেও জানান তিনি।
২৮ বছর বয়সী নিহত সাজেদা খাতুন উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কালাকান্দা গ্রামের দিনমজুর আজহারুল ইসলামের স্ত্রী। ৮ বছর বয়সী সুমাইয়া আক্তার সেতু ও ১২ বছর বয়সী সাদিয়া মিতু নামের দুই শিশুসন্তান রয়েছে তাদের।
মেজর জেনারেল শহিদুল হক বলেন, ‘সোমবার ওই ইউনিয়নের কালাকান্দা গ্রামে সেনাবাহিনীর মহড়া চলার সময় গাছের একটি গুঁড়ি ছিটকে পড়ে গৃহবধূ সাজেদা খাতুনের মৃত্যু হয়। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা অত্যন্ত দুঃখজনক।
‘সেনাবাহিনীর প্রধান ঘটনাটি জানতে পেরে দুঃখ প্রকাশ করেছেন। তিনি পরিবারের সন্তানদের লেখাপড়ার পুরো খরচ বাংলাদেশ সেনাবাহিনী বহন করবে বলে জানিয়েছেন। তাদের কিছু সহযোগিতা করতে বাছুরসহ একটি গাভি দেয়া হয়েছে। এ ছাড়া আমরা এ পরিবারটির সব সময় খোঁজখবর রাখব।’
এ সময় সাভার ক্যান্টনমেন্ট চিফ (অ্যাডমিনিস্ট্রেটিভ) কর্নেল মনিরুজ্জামান, কমান্ডিং অফিসার (ট্যাংক রেজিমেন্ট) লেফটেন্যান্ট কর্নেল মাসুদ, ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ইউএনও আশরাফুল ছিদ্দিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।