বাণিজ্য মেলায় ৪৮টি বিশেষ পণ্যে ২৫ শতাংশ ছাড় দিচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড।
নতুন বছরের প্রথম দিন থেকে পূর্বাচলে শুরু হয়েছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন মেলা ভার্চুয়ালি উদ্বোধন করার পর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন ডায়মন্ড ওয়ার্ল্ডের প্যাভিলিয়নটি উদ্বোধন করেন।
ডায়মন্ড ওয়ার্ল্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ জানুয়ারি চিত্রনায়িকা মৌসুমী বাণিজ্য মেলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের প্যাভিলিয়নে এসে ৪৮টি আইটেম নিয়ে ‘বাণিজ্য মেলা স্পেশাল অফার’ ঘোষণা করেন। এই অফারে ক্রেতারা পাবেন ডায়মন্ডের গয়নার ওপর ২৫ শতাংশ ডিসকাউন্ট এবং নিশ্চিত গিফট ভাউচার। এই স্পেশাল আইটেমগুলো ভিন্ন ডিজাইনের এবং গয়নার দামও ক্রেতাদের নাগালের মধ্যে।
এই অফারটি শুধু বাণিজ্য মেলায় প্যাভিলিয়ন নম্বর-১-এর ডায়মন্ড ওয়ার্ল্ডে পাওয়া যাবে। করোনাভাইরাসের বিষয়টি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ডায়মন্ড ওয়ার্ল্ডের প্যাভিলিয়নে বেচাকেনা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।