বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউনের চিন্তা নেই: পররাষ্ট্রমন্ত্রী

  •    
  • ৯ জানুয়ারি, ২০২২ ১৩:৩০

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনার নতুন ঢেউ বা উচ্চ হারের সংক্রমণ আমাদের ভাবিয়ে তুলেছে। বিশ্বব্যাপী এ হার উদ্বেগজনক। তবে আমরা লকডাউনের কথা একদম চিন্তা করছি না। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ আমাদের দেশে ওমিক্রন সংক্রমণের হার খুবই কম ও নিয়ন্ত্রিত।’

করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে থাকলেও ফের লকডাউন দেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সেই সঙ্গে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা নিতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে রোববার কূটনীতিক ও আন্তর্জাতিক মিশনপ্রধানদের মধ্যে বুস্টার ডোজ প্রদানের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন।

লকডাউন নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এটা এখনও ভাবছি না। এটার কারণও নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

‘করোনার নতুন ঢেউ বা উচ্চ হারের সংক্রমণ আমাদের ভাবিয়ে তুলেছে। বিশ্বব্যাপী এ হার উদ্বেগজনক। তবে আমরা লকডাউনের কথা একদম চিন্তা করছি না। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ আমাদের দেশে ওমিক্রন সংক্রমণের হার খুবই কম ও নিয়ন্ত্রিত।’

এরপরও করোনা পরিস্থিতি নিয়ে সরকার সচেতন বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আমাদের দেশের নাগরিকদের ওভার বর্ডার চলাচলে নিরুৎসাহিত করছি। বিশেষ করে ভারতে। কারণ সেখানে করোনা সংক্রমণের হার খুবই বেশি। আর আমরা সব সময়ই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মতো ব্যবস্থা নিচ্ছি।

‘আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমাদের টিকাদানের অবস্থা ভালো। ৩১০ মিলিয়ন টিকা এখনও পাইপলাইনে আছে। আমরা আমাদের ৮০ ভাগ মানুষকে টিকা দেয়ার চিন্তা করেছি। দ্রুতই তা সম্পন্ন হবে।’

এ বিভাগের আরো খবর