নওগাঁর সাপাহারের হাপানিয়া কৃষ্ণস্বদা সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে।
নিহত মকবুল হোসেন কৃষ্ণস্বদা গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে।
নওগাঁ বিজিবি-১৬ সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল কবির জানিয়েছেন, তাকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১টার দিকে মাঠে কাজ করতে গিয়ে তারা মকবুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তারা সাপাহার ১৬ বিজিবি ক্যাম্প সদস্যদের জানান।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার নিউজবাংলাকে জানান, ভারত থেকে ফেরার পথে ভোরে বিএসএফের গুলিতে মকবুলের মৃত্যু হয়। মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে রয়েছে। লাশ ফেরত পেতে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা চলছে।
লেফটেন্যান্ট কর্নেল কবির বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের ২০০ গজ ভেতরে মরদেহ থাকায় হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে শনিবার ভোরে কোনো একসময় তাকে গুলিতে হত্যা করা হয়েছে।
মকবুল চোরাকারবারে জড়িত থাকতে পারেন বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।