বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে গৃহবধূর ‘আত্মহত্যা’, স্বামী আটক

  •    
  • ৬ জানুয়ারি, ২০২২ ১১:০৮

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ভাটারায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় তার স্বামী উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে ক্যাম্পে আটক করা হয়েছে।

রাজধানীর ভাটারায় বিউটি বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।

ভাটারার বটগাইচ্ছা এলাকায় বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

২২ বছর বয়সী বিউটি বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর রাতে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ওই নারীর স্বামী রিকশাচালক রূপচাঁদ মিয়ার দাবি, তার সঙ্গে অভিমান করে স্ত্রী আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, ‘আমি কাজ শেষ করে রিকশা গ্যারেজে রেখে বাসায় আসি। আমার স্ত্রী তরকারি পাক করছিল, কিছুক্ষণ পরে পোড়া গন্ধ পেয়ে দেখি তরকারি পুড়ে গেছে, তখন আমার স্ত্রীকে বললাম কী করলা, এখন কী খাব।

‘এটা বলে আমি দোকানে যাই রুটি-কলা আনতে। ঘরে এসে দেখি টিনের চালের আরার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। আমি আর দেরি না করে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার মৃত বলে জানান।’

রূপচাঁদ জানান, চার বছর আগে সামাজিকভাবে আপন ফুফাতো বোন বিউটি বেগমকে বিয়ে করেন তিনি। তাদের ঘরে দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামপুর গ্রামে।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ভাটারায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় তার স্বামী উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে ক্যাম্পে আটক করা হয়েছে। ভাটারা থানায় বিষয়টি জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর