নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার নিউজবাংলাকে বলেন, ‘পুলিশ তাকে নগদ ৫৭ হাজার টাকা, নির্বাচনি কাগজপত্র ও কেন্দ্রে অনুমোদনহীন প্রাইভেট কারসহ আটক করেছে। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।’
নগদ টাকা, নির্বাচনি কাগজপত্র ও অনুমোদনহীন প্রাইভেট কারসহ ভোটকেন্দ্রে প্রবেশ করায় আওয়ামী লীগের এক নেতাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কুমিল্লার ভুলুইন দক্ষিণ ইউপির গোলাচোঁ কেন্দ্রে বুধবার বেলা পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত হলেন লালমাই উপজেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার নিউজবাংলাকে বলেন, ‘পুলিশ তাকে নগদ ৫৭ হাজার টাকা, নির্বাচনি কাগজপত্র ও কেন্দ্রে অনুমোদনহীন প্রাইভেট কারসহ আটক করেছে। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।’