বিএনপিও জাতীয় পার্টিকে কাছে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের টাউনহল মাঠে সমাবেশে তিনি এ কথা জানান।
গায়ের জোরে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না মন্তব্য করে বীর মুক্তিযোদ্ধা চুন্নু আরও বলেন, ‘জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একবার সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন, ভোট কয়টা পান। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে নিজেদের স্বার্থে জাতীয় পার্টিকে কাছে চায়। বিএনপিও আমাদেরকে চায়। জেনে রাখুন, আমরা কারো সঙ্গে নাই।’
ভোটাধিকার কেড়ে নেয়ার মাধ্যমে আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেন চুন্নু।
তিনি বলেন, ‘এটা দুর্নীতি ও লুটপাটের সরকার। আমলারা বিদেশে শত শত কোটি টাকা পাচার করছেন। এ সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের পিয়ন, কেরানি, গাড়িচলকরাও আজ কোটিপতি।’
চুন্নু বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নেতারা নৌকার মনোনয়ন পেতে ২০ লাখ টাকাও খরচ করেছেন। তারা লাঙলের প্রার্থীকে নির্বাচন করতে বাধা দিচ্ছেন। আপনারা জয়ী হতে জনগণের ভোট লাগে না। এভাবে আর কয়দিন? সময় শেষ। জাতীয় পার্টি সব আসনে প্রার্থী দেয়ার পরিকল্পনা করেছে। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে প্রয়োজনে আন্দোলন সংগ্রামের ডাক দেয়া হবে।’
ঢাকা শহর বসবাসের অযোগ্য উল্লেখ করে তিনি বলেন, ‘এই সরকারের সময়ে বেকারত্ব বেড়েছে। গ্রামাঞ্চলের মানুষ কর্মসংস্থানের অভাবে ঢাকায় হুমড়ি খেয়ে পড়ছে। শিক্ষিত বেকাররা হতাশাগ্রস্ত। পেটের দায়ে যেকোনো কাজে যোগ দিতে তারা ঢাকায় চলে আসছে। এসব বিষয়ে সরকারের কোন পরিকল্পনা নেই।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ।
বক্তব্য দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম ও মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব জসিম উদ্দিন ভুইয়া, উপদেষ্টা ডা: কে আর ইসলাম।