বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা কমে ১১৭৮

  •    
  • ৩ জানুয়ারি, ২০২২ ১৩:২৫

এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটারপ্রতি ৫৪.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত দর সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করতে বলেছে এনার্জি রেগুলেটরি কমিশন।

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা কমিয়েছে সরকার। জানুয়ারি মাসে এ দর (১২ কেজি) ১১৭৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ডিসেম্বরে দাম ছিল ১২২৮ টাকা।

এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৪.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি সোমবার এলপিজি ও অটোগ্যাসের নতুন দামের ঘোষণা দেয়। ঘোষিত দর সোমবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করতে বলা হয়েছে।

ভার্চুয়াল এই দর ঘোষণা অনুষ্ঠানে অংশ নেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান ও মো. কামরুজ্জামান।

ঘোষিত দর যথাযথভাবে কার্যকর না হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিইআরসি চেয়ারম্যান বলেন, ‘কোনো জিনিস সাসটেইন করতে হলে কিছুটা সময়ের প্রয়োজন হয়। একটা সেক্টর বলতে গেলে পুরোপুরি বেসরকারি নির্ভর। তাই কিছুটা সময় লাগা স্বাভাবিক। আমার মনে হয় ভোক্তারা বিব্রত হলে, কোথাও না কোথাও থেকে আপত্তি উঠত, আমাদের কাছে তেমন খবর আসেনি।

‘আমাদের পরিচালক (গ্যাস) দর কার্যকর করার জন্য টেলিফোনে জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলবো। জ্বালানি মন্ত্রণালয়কে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য নির্দেশ দেবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পাশাপাশি বিইআরসিও কিছু অভিযান পরিচালনা করবে।’

গত বছরের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল আমদানিনির্ভর এই জ্বালানির সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে। সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে।

ডিসেম্বর মাসে সৌদি সিপির দর ছিল প্রোপেন ৭৯৫ ডলার ও বিউটেন ৭৫০ ডলার, যা চলতি মাসে কমে যথাক্রমে মেট্রিক টন ৭৪০ ও ৭১০ ডলারে বিক্রি হচ্ছে। ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

তবে বাস্তবে সেই দরের পুরোপুরি প্রতিফলন হচ্ছে না। কোথাও বেশি দরে, আবার ক্ষেত্রবিশেষে কম দরে বিক্রির খবর মিলেছে। ১২ এপ্রিলের আগে এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন।

এ বিভাগের আরো খবর