চট্টগ্রাম মহানগরের দুই পুলিশ কর্মকর্তাকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ আছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তরা হলেন বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম ও আকবর শাহ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামাল।
মহানগর পুলিশ কমিশনার সালেহ জানান, শৃঙ্খলাভঙ্গ এবং অসদাচরণের অভিযোগে ওই দুজনকে বরখাস্ত করা হয়েছে। তবে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগের বিষয়টি তিনি এড়িয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘দুই মাদক কারবারির কাছ থেকে আমরা তথ্য পেয়ে বিষয়টি তদন্ত করেছি। ইতিমধ্যে আমরা তাদের মাদক কারবারে সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি। প্রাথমিক ব্যবস্থা হিসেবে তাদের বরখাস্ত করা হয়েছে।’
তিনি আরও জানান, গত ২২ ডিসেম্বর ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির টাকাসহ মাদক কারবারি ছেনোয়ারা বেগম শানু ও তার ছেলে আবদুল খালেক খোকনকে আটক করে আকবর শাহ থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ওই দুই পুলিশ কর্মকর্তার জড়িত থাকার কথা জানান। এরপর মহানগর পুলিশ ঘটনাটি তদন্ত করে।