মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর শ্রাবণ পরিবহনের একটি বাসের ধাক্কায় পুলিশের একজন কনস্টেবল আহত হন। ঘটনার পর চালক ও স্টাফরা পালিয়ে যায়। বাসটি সরিয়ে কাছাকাছি ফাঁড়িতে নেয়ার জন্য নিজেই চালানোর দায়িত্ব নেন পল্টন থানার এএসআই এমদাদ। তিনি ফ্লাইওভার থেকে নেমে ডানে মোড় ঘোরার সময় বাসটি ব্রেক ফেল করলে পথচারীরা চাপা পড়ে।
পল্টন থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানায়।
পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, ‘ভুক্তভোগী পরিবার এসে মামলা করবে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো। এএসআই এমদাদ পুলিশ হেফাজতে রয়েছে। সে পুলিশ সদস্য, কোথাও যায়নি।’
ওসি বলেন, ফ্লাইওভারের ওপর দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের নাম নাসির। তিনি কোতোয়ালি থানার কনস্টেবল। দুর্ঘটনার পরই শ্রাবণ পরিবহনের ওই বাসের চালক ও অন্যান্য স্টাফ পালিয়ে যায়। এমদাদ ঘটনাস্থলে গিয়ে ওই কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এরপর ফেলে যাওয়া বাসটি ফ্লাইওভার থেকে সরানোর জন্য তিনি নিজেই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ তিনি গাড়ি চালাতে জানেন।’
সালাউদ্দিন মিয়া বলেন, এমদাদ বাসটি চালিয়ে ফ্লাইওভারের নিচে নিয়ে আসেন। কিন্তু ডানে মোড় নেয়ার সময় ব্রেক ফেল করলে দুর্ঘটনা ঘটে।