অবসর জীবন নিভৃতে কাটাবেন জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, এ সময়ে তিনি কোনো সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেবেন না।
চাকরির শেষ দিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ‘মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আমার কাজ শেষ। আমি এখন অবসর জীবনযাপন করব। আমি একা একা কাটাব।
‘আমি আগে সাংবাদিকতা করেছি। আপনারা কেউ সাক্ষাৎকার নিতে চাইলে আমি দিব না। এটা কিন্তু আগেই বলে দিলাম।’
তিনি বলেন, ‘বিচারপতি যারা আসবেন, মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের ভালো জ্ঞান থাকা দরকার। অনেক রায়ের মধ্যে হয়তো মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখতে হবে। এই লাইব্রেরি উনাদের রায় লেখার জন্য সহায়ক হবে। কারণ এখানে এমন সব বই রাখা আছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো রায় যখন হবে, তখন পরিপূর্ণভাবে লিখতে পারবে।’
আরেক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা এত বেশি লিখেছেন যে, আমি অনেক দিন রাতে ঘুমাইনি। আমি মনে করেছি আপনারা হয়তো আমাকে আপন মনে করে একটু বেশি লিখেছেন। আমি এটাতে মাইন্ড করি নাই।’
ওই সময় তিনি সাংবাদিকদের মিস করবেন বলেও জানান।
দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ মাহমুদ হোসেনের আজ ছিল শেষ কর্মদিবস। আজ তার ৬৭ বছর পূর্ণ হলো।
সংবিধান অনুযায়ী এখন নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। এরই মধ্যে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।