হবিগঞ্জ শহরের আধুনিক হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব টেকনোশিয়ান) সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শহরের টাউনহল রোড এলাকায় বিকাল ৪টার দিকে তার ওপর হামলা হয়েছে।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত সাইফুলের বাড়ি মাধবপুর উপজেলার মনতলা গ্রামে।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মমিন উদ্দিন জানান, মঙ্গলবার বিকালে শহরের টাউনহল রোড এলাকা থেকে রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন সাইফুল। সে সময় একদল লোক রিকশার পথরোধ করে তাকে কুপিয়ে পালিয়ে যায়।
মমিন জানান, স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাইফুল মারা যান।
থানার পরিদর্শক দৌস মোহাম্মদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছ পুলিশ। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।