নারায়ণগঞ্জে নির্মাণাধীন বহুতল ভবন থেকে শাবল পড়ে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।
শহরের নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জাহানারা বেগম নামে ৫০ বছর বয়সী ওই নারীর বাড়ি শহরের খানপুরের কাজীপাড়া এলাকায়। তিনি সাবেক ফুটবলার জাকির হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, জাহানারা বেগম তার নাতিকে সলিমুল্লাহ সড়কের মাউন্ট রয়্যাল অ্যাকাডেমি স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটছে।
ওই ঘটনার ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, নির্মাণাধীন ১১ তলা ভবনের পাশ দিয়ে ওই নারী হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ভবন থেকে একটি শাবল তার মাথায় পড়ে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার মালিকানাধীন ১০ শতাংশ জমির ওপর ভবন নির্মাণ করা হচ্ছে। বর্তমানে ভবনের সপ্তম ও অষ্টম তলায় কাজ চললেও কোনো নিরাপত্তাবেষ্টনি নেই। সে কারণেই এই ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর ওই ভবনে গিয়ে কোনো শ্রমিককে পাওয়া যায়নি। ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান সানরাইজ হাউজিং লিমিটেডের মালিক মো. আমানকে একাধিকবার কল দেয়া হলে তিনি ধরেননি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই নারীর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেয়া হবে।