বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আলালের বিরুদ্ধে মিছিলে গিয়ে সংঘর্ষে ছাত্রলীগ

  •    
  • ১৩ ডিসেম্বর, ২০২১ ২৩:২৬

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ’মিছিলে সংঘর্ষের কথা শুনেছি। তবে সেটা তেমন বড় ঘটনা ছিল না। পুলিশ পরিস্থিতি মোকাবেলা করেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে গাজীপুরে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ।

সোমবার বিকেলে মহানগর ছাত্রলীগের ব্যানারে হওয়া মিছিলে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর মহানগর ছাত্রলীগে তিন বছর ধরে কমিটি নেই। সোমবার কমিটিতে পদপ্রত্যাশী রাকিব হোসেনের নেতৃত্বে কর্মীরা কাশিমপুর রোড থেকে একটি মিছিল নিয়ে কোনাবাড়ি ফ্লাইওভারের নিচে পৌঁছায়। এ সময় আমবাগ এলাকার দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়।

মিছিলে কথা কাটাকাটির মধ্যেই আশপাশ থেকে ছাত্রলীগের আরেকটি পক্ষ ঘটনাস্থলে আসে। শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে মহানগর ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী আহত হন। আহতরা হলেন ইমরান হোসেন, সেলিম রানা ও সোহেল রানা।

ছাত্রলীগ নেতা রাকিব হোসেন জানান, মিছিলে তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিএনপির বিরুদ্ধে মিছিলে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ হতাশাজনক।

মিছিলে অংশ নেয়া মহানগরের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, ’প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে একটি মিছিল বের হয়। মিছিল চলাকালে কিছু ছাত্রলীগ ও বিএনপি কর্মীরা অনুপ্রবেশ করে হামলা চালায়। পরে পরিবেশ শান্ত হলে মিছিল নিয়ে চলে আসি।’

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ’মিছিলে সংঘর্ষের কথা শুনেছি। তবে সেটা তেমন বড় ঘটনা ছিল না। পুলিশ পরিস্থিতি মোকাবেলা করেছে।’

এ বিভাগের আরো খবর